হরদোই, ১ সেপ্টেম্বর: যুবককে গণপ্রহার ও চুল কেটে দেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি হরদোইয়ের (Hardoi) কৈঠিপুরবা অঞ্চলে কয়েকদিন আগে ঘটলেও একটি ভিডিও ক্লিপের মাধ্যমে মানুষের সামনে আসে ও ভাইরাল হয় ইন্টারনেটে। তারপরেই পদক্ষেপ নেয় পুলিশ। আরও পড়ুন-Tomatina Festival 2022: কোভিড গেরো কাটিয়ে স্পেনে ফিরল টোম্যাটিনা উৎসব, দেখুন ভিডিও
জানা গেছে, আক্রান্ত যুবক পার্শ্ববর্তী গ্রাম করিমনগরের বাসিন্দা। তাঁর নাম রোহিত। অভিযোগ, কয়েকদিন ধরেই কৈঠিপুরবা অঞ্চলে ঘোরাঘুরি করছিলেন রোহিত। স্থানীয় মহিলাদের অভিযোগ রোহিত তাঁদের অনুসরণ করছেন। এই শুনেই প্রত্যক্ষদর্শীরা রোহিতে উচিতশিক্ষা দিতে তার উপরে চড়াও হয়। চলে গণপ্রহার , চুলও কেটে দেয়।
#Hardoi- छेड़खानी के आरोप लगाकर दबंगो ने युवक को पीटा, पीटने से जब मन न भरा तो युवक के बाल काट कर सिर पर बनाया गया चौराहा, पीड़ित मोहित की शिकायत पर पुलिस ने तत्काल केस दर्ज कर 3 आरोपियों को हिरासत में लिया, थाना बेनीगंज के कैथीपुरवा गांव का मामला।@Uppolice @hardoipolice #हरदोई pic.twitter.com/aTySqvDiyU
— Newslive 24x7 (@kanpurtak) August 31, 2022
ভিডিও ভাইরাল হতেই ইন্সপেক্টর ইন্দ্রজিৎ সিং জানিয়েছেন, শান্তি ভঙ্গ করার অপরাধে পুলিরোহিতের উপরে হামলাকারী পাঁচজন সত্যেন্দ্র কুমার, কৃষ্ণ পাল, রাম পাল ও বাকি দু'জনকে গ্রেপ্তার করেছে।