Viral Video (Photo Credits: X)

Viral Video: পোষ্যকে গাড়িতে রেখে ভগবানের দর্শন নিতে মন্দিরে গিয়েছিল পরিবার। আর সেই সময়ের মধ্যেই ঘটে গেল কেলেঙ্কারি কাণ্ড। পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে করতে মারা গিয়েছে পোষ্য কুকুর।

মথুরায় (Mathura) বৃন্দাবন কোতোয়ালি এলাকায় এক মন্দিরে এসেছিল ওই পরিবার। পার্কিংয়ে রাখা গাড়িতেই পোষ্য কুকুরটিকে রেখে মন্দিরের ভিতরে গিয়েছিলেন তাঁরা। প্রচণ্ড রোদের মধ্যে গাড়ির ভিতরের তাপমাত্রা ক্রমে বাড়তে শুরু করে। বদ্ধ গাড়ির মধ্যে দম আটকে আসে কুকুরটির। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় ডাকাডাকি শুরু করে কুকুরটি। পার্কিংয়ের কর্মীরা কুকুরের ডাক শুনতে পেয়ে গাড়ির সামনে এসে দেখেন ভিতরে প্রায় বেহুঁশ হয়ে পড়ে রয়েছে প্রাণীটি।

বন্ধ গাড়িতে শ্বাসরোধ হয়ে মারা গেল পোষ্য

এদিকে গাড়ির দরজা বন্ধ। বন্ধ গাড়ির ভিতর থেকে কুকুরটিকে বের করে আনার জন্যে তাঁরা একটি মেকানিককে ডাকেন। কোনমতে কুকুরটিকে বের করে আনা সম্ভব হয়। ততক্ষণে তার অবস্থা অর্ধমৃত। দেওয়া হয় হল। কিন্তু কোন সাড়া শব্দ করছে না দেখে তৎক্ষণাৎ কাছের পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু চিকিৎসকেরা কুকুরটিকে মৃত বলে ঘোষণা করেন। পরীক্ষা পরে চিকিৎসকেরা জানান, শ্বাসরোধেই মৃত্যু হয়েছে