জম্মু, ২৫ জুন: হঠাৎ করে জল বেড়ে গেল নদীতে। তারপরই মৃত্যু ফাঁদে আটকে গেলেন এক ব্যক্তি (Man Was Trapped)। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। ওপরে সেতু রয়েছে কিন্তু তিনি সেখান উঠতে পারছিলেন না। অথচ জলের গতি ক্রমাগত বেড়েই যাচ্ছিল। এবার জম্মুর (Jammu) তাউয়ি (Tawi River) নদী থেকে এমনই একটি ছবি প্রকাশ্যে এল। যেখানে নদীর জল বাড়তে শুরু করায়, এক ব্যক্তি সেখানে আটকে পড়েন এবং উপরে উঠতে পারছিলেন না। নদীর উপরে যে সেতু ছিল, সেখানে স্থানীয়রা হাজির হলেও, কারও কিছু করার ছিল না।
নদীর জল হু হু করে বাড়তে শুরু করে। অবশেষে উদ্ধারকারী দলকে খবর দেন স্থানীয়রা। উদ্ধারকারী দলের সদস্যরা হাজির হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে ওই ব্যক্তিকে মাঝ নদী থেকে উদ্ধার করেন।
কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টির জেরে হঠাৎ করে জল ধেয়ে আসতে শুরু করে তাউয়ি নদীতে। প্রথমে জল বেড়ে যাওয়ার বিষয়টি ওই ব্যক্তি বুঝতে পারেননি। ফলে তিনি সেখানে দাঁড়িয়েই ছিলেন। তাঁর চোখের সামনে দিয়ে বেশ কয়েকটি গরু, ছাগলও ভেসে যায়। ফলে আতঙ্ক বাড়তে শুরু করে। অবশেষে স্থানীয়দের এক নাগাড়ে প্রচেষ্টায় সেখানে উদ্ধারকারী দল হাজির হয়ে, দড়ি বেধে ওই ব্যক্তিকে উপরে তোলেন এবং তাঁর প্রাণ রক্ষা করেন।
দেখুন সেই ভিডিয়ো যেখানে নদীর দলে অসহায়ের মত দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে...
VIDEO | Jammu: Efforts are underway to rescue a person who got stuck in the Tawi river in Jammu. The water level of the river is also rising due to rainfall in the hilly areas. Some people present at the spot are trying to save the person, and the rescue team has been informed.… pic.twitter.com/WoljhGdOcf
— Press Trust of India (@PTI_News) June 25, 2025
একটানা বৃষ্টি তাউয়ি নদীতে হঠাৎ বন্যা (Flash Flood) শুরু হয়। ফলে শক্ত পাথরের সঙ্গে জলের ধাক্কায় প্রবল বিদ্যুৎ তৈরি হতে শুরু করে। ফলে সেতু থেকে নামানো দড়ি ধরে ওই ব্যক্তির মাঝ নদীতে দাঁড়িয়ে থাকাও ক্রমাগত শক্ত হয়ে পড়ছিল।
অবশেষে ওই ব্যক্তিকে উদ্ধার করে ত্রাতার মত হাজির হয় উদ্ধারকারী দল...
#WATCH | A man was trapped in the middle of Jammu’s Tawi River after a sudden rise in water levels due to flash flooding. Visuals show him stranded on a rock as strong currents surged around him. #Jammu #TawiRiver #Viral #ABPLive pic.twitter.com/ZSEKmxqvGC
— ABP LIVE (@abplive) June 25, 2025