একমাস হতে চলল জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর (Zubeen Garg Death Case)। শিল্পীর আকষ্মিক মৃত্যুর ক্ষত এখনও দগদগে অনুরাগীদের মনে। ইতিমধ্যেই কর্তব্যের গাফিলতি এবং অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক, ম্যানেজার, শিল্পীর তুতো ভাই এবং ২ নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁদের বুধবার আদালতে তোলা হয়। বর্তমানে তাঁরা বক্সা জেলা কারাগারে বন্দি রয়েছে। শুনানি শেষে ফেরার পথে একদল বিক্ষোভকারীর বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্তদের প্রিজন ভ্যান।

আহত পুলিশকর্মী

জানা যাচ্ছে, বুধবার বিকেলে অসমের গুয়াহাটিতে বক্সা জেলা কারাগারের সামনে তুমুল প্রতিবাদ দেখাতে থাকেন জুবিনের অনুরাগীরা। জেলের সামনে পুলিশের কনভয় আসলেই বিক্ষোভের আঁচ কয়েকগুন বেড়ে যায়। পুলিশ ও প্রতিবাদীদের মধ্যে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ পর্যায়ে পৌঁছে যায়। এরপর আন্দোলনকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাশাপাশি আন্দোলকারীদের মধ্যেও কয়েকজন জখম হয়েছেন।

পুলিশের গাড়িতে হামলা আন্দোলনকারীদের

পুলিশসূত্রে খবর, জেলের সামনে থাকা বেশ কয়েকটি পুলিশের গাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা। একটি গাড়িতে কার্যত আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও অভিযুক্তদের প্রিজন ভ্যান নিরাপদেও জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে সকলেই সুরক্ষিত রয়েছে বলে জেলসূত্রের খবর।