Narendra Modi (Photo Credits: ANI)

যুব আইকন এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে আগামীকাল গোটা দেশে পালিত হবে জাতীয় যুব দিবস। সেই উপলক্ষে আগামীকাল (১২ জানুয়ারি) নয়াদিল্লির ভারত মণ্ডপে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৫ (Viksit Bharat Young Leaders Dialogue 2025)-এ অংশ নেবেন । অনুষ্ঠানে সারা দেশের তিন হাজার গতিশীল তরুণ নেতার সঙ্গে মিলিত হবেন তিনি। প্রধানমন্ত্রী দশটি বিষয়ের উপর অংশগ্রহণকারীদের লেখা সেরা প্রবন্ধের একটি সংকলনও প্রকাশ করবেন। প্রবন্ধের অন্তর্গত মূল থিমগুলি হল প্রযুক্তি, স্থায়িত্ব, নারীর ক্ষমতায়ন, উত্পাদন এবং কৃষির মতো বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজেও তরুণ নেতাদের সঙ্গে যোগ দেবেন। সেই সময় প্রতিনিধিরা তাদের ধারণা, অভিজ্ঞতা এবং আকাঙ্ক্ষা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মিলিত হওয়ার এই সুযোগ করে দেওয়াই চলতি বছরে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (Viksit Bharat Young Leaders Dialogue)এর প্রধান লক্ষ্য। পাশাপাশি জাতীয় যুব উৎসব আয়োজনের ২৫ বছরের পুরনো ঐতিহ্যকে ভেঙে নতুন ভাবে শুরু করা হল এই উৎসবের। প্রধানমন্ত্রী মোদীর স্বাধীনতা দিবসের আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই এক লক্ষ যুবককে রাজনীতিতে যুক্ত করার এবং তাদের বিকশিত ভারত সম্পর্কে তাদের ধারণা তৈরি করার জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম প্রদান করবে এই ইয়ং লিডার্স ডায়ালগ অনুষ্ঠান।