মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকায় বড় চমক। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে রামায়ণে হনুমানের ভূমিকায় অভিনয় করা তারকা অভিনেতাকে প্রার্থী করল কংগ্রেস। বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজের বিরুদ্ধে বুদনি থেকে কংগ্রেসের অভিনেতা- প্রার্থী বিক্রম মাস্তাল (Vikram Mastal )। ২০০৮ সালে আনন্দ সাগরের টিভি সিরিয়াল রামায়ণে হনুমানের ভূমিকায় অভিনয় করেন। সেই সিরিয়ালে রামের ভূমিকায় ছিলেন তারকা অভিনেতা গুরমিত চৌধুরী, সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন তারকা অভিনেত্রী দেবলীনা ব্যানার্জি। চলতি বছর জুলাইয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন পর্দার রামায়ণের 'হনুমান' বিক্রম।
রামায়ণের পাশাপাশি প্রকাশ ঝা- ববি দেওলের জনপ্রিয় ওয়েব সিরিজ 'আশ্রম'-এও অভিনয় করেন বিক্রম। গত বছর টপ গিয়ার নামে বলিউডের এক জনপ্রিয় সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁর সামনে বড় চ্য়ালেঞ্জ, খোদ মুখ্যমন্ত্রীর গড়ে শিবরাজের বিরুদ্ধে লড়তে হবে।
দেখুন হনুমানের ভূমিকায় অভিনয় করা কংগ্রেসের অভিনেতা প্রার্থী
Vikram Mastal, who has played the character of Lord Hanuman is the Congress candidate against Shivraj Singh Chauhan in Madhya Pradesh. 🔥 pic.twitter.com/sDmPKLX0Jd
— Shantanu (@shaandelhite) October 15, 2023
বুদনি থেকে গত চারটি বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে অনায়াসে জিতেছিলেন শিবরাজ। গতবার রাজ্যে বিজেপি খারাপ ফল করলেও শিবরাজ তাঁর কেন্দ্রে জিতেছিলেন ৫৯ হাজার ভোটে। বিভিন্ন জনসমীক্ষায় প্রকাশ, মধ্যপ্রদেশ এবার বিজেপির হাতছাড়া হতে চলেছে। মুখ্যমন্ত্রী শিবরাজ দলেও কোণঠাসা। এবার দেখার শিবরাজকে কি হারাতে পারবেন পর্দার হনুমান!
তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় তেলঙ্গানায় প্রথম দফায় কংগ্রেসের প্রার্থী তালিকায় একাধিক চমক থাকল। মধ্যপ্রদেশে ১৫৪টি, ছত্তিশগড়ে ৩০টি ও তেলঙ্গানায় ৪০টি আসনে প্রার্থী ঘোষণা করল হাত শিবির। তবে ক্ষমতায় থাকা রাজস্থানে প্রার্থীদের নাম চূড়ান্ত করতে আরও কিছুটা সময় নিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী-রা। মিজোরামেও এখনও প্রার্থীদের নাম ঘোষণা হয়নি।