বিজয় দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় চলছে শহিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এদিন ন্যাশন্যাল ওয়ার মেমোরিয়ালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিডিএস জেনারেল অনিল চৌহান, সেনা প্রধান মনোজ পাণ্ডে, আইএএফ ভাইস চিফ এয়ার মার্শাল অমর প্রীত সিং, নৌসেনা প্রধান আর কে হরিশহিদ সেনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
এমওএস ডিফেন্স অজয় ভট্টও বিজয় দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
জম্মু ও কাশ্মীরে মেজর জেনারেল গৌরভ গৌতম বলিদান স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন।১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানের ওপর ভারতের বিজয় উপলক্ষ্যে এই দিবস পালন করা হয়। এই সময় পাকিস্তান ১৩ দিনে এই যুদ্ধে ঢাকাতে একটি চুক্তির মাধ্যমে আত্মসমর্পণ করে।এই যুদ্ধের পরেই ভারত একটি আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।
ইস্টার্ন কমান্ড আর্মি হেডকোয়াটারে লেফ্টেন্যান্ট জেনারেল আর পি কাটিলা বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সেদিনের যুদ্ধে প্রায় ৯৩ হাজার সেনা আত্মসমর্পণ করে। ভারতের ক্ষেত্রে এই যুদ্ধ ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে বিবেচিত হয়েছিল। তথ্য অনুযায়ী এই যুদ্ধে ৩৯০০ ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। এবং আহত হয়েছিলেন ৯৮৫১ জন সেনা। এই যুদ্ধের পরেই স্বাধীন বাংলাদেশ তৈরী হয়।
Defence minister, top military brass pay tribute to fallen soldiers on 'Vijay Diwas'
Read @ANI Story | https://t.co/8SlvDOx2Aa#rajnathsingh #VijayDiwas pic.twitter.com/UyID7VSxFh
— ANI Digital (@ani_digital) December 16, 2023