আদালতের নির্দেশ ছিল পুত্রবধুকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নেওয়ার। কিন্তু বিজনোরের এই পরিবার আদালতের নির্দেশকেও অমান্য করে। যার ফলে বাড়ির বউকে বাড়িতে প্রবেশ করানোর জন্য এক অভিনব পদ্ধতি গ্রহণ করতে হল পুলিশকে।বাড়ির সামনে বুলডোজার রেখে মাইকিং করে শ্ব্বশুরবাড়িতে ওই মহিলার প্রবেশ নিশ্চিত করল পুলিশ।
এলাহাবাদ হাইকোর্ট পুলিশকে ৩০ বছর বয়সী গৃহবধু নুতনকে "যেকোন উপায়ে" তার শ্বশুর বাড়িতে প্রবেশ করার নির্দেশ দেওয়ার প্রায় ১৫ দিন পরেও নুতনকে ওই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না। তখন বাধ্য হয়ে আদালতের আদেশ পালন করতে পুলিশ বুলডোজার নিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছায়, মাইকিং করে পরে বুলডোজারের ভয় দেখিয়ে কাজে সফল হন । ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ এর বিজনোরের হালদাউর থানার সীমানার অন্তর্গত হরিনগরে। দেখুন ভিডিও-
दहेज मांगा तो बुलडोजर लेकर ससुराल पहुंची बहू, दरवाजा नहीं खुला तो किया ऐसा काम#UttarPradesh #Bijnor pic.twitter.com/7QHigM96ng
— Zee News (@ZeeNews) August 29, 2022