মুম্বই: ফের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হল মুম্বইয়ের (Mumbai) লোকাল ট্রেনে মহিলাদের চুলোচুলি (Women Engage in Ugly Fight) করার দৃশ্য। লোকাল ট্রেনে যাতায়াতের পথে অনেক সময়ই কিছু যাত্রীকে নিজেদের মধ্যে ঝগড়া করতে দেখা যায়। কোনও সময় সেটা হাতাহাতি গিয়ে থামে। সম্প্রতি টুইটারে রোডস অফ মুম্বই (Roads of Mumbai) নামে একটি অ্যাকাউন্ট থেকে স্পিরিট অফ মুম্বই-পার্ট ৪ (Spirit of Mumbai-4) শিরোনামে রবিবার রাতে এই ভিডিয়োটি পোস্ট হয়।

৩১ সেকেন্ডে ওই ভিডিয়োটি শুরু হতে দেখা যায়, আচমকা কথা কাটাকাটি করতে করতে চুলোচুলিতে মেতে উঠল তিনটি মেয়ে (Three Girls)। ঘটনাটি চরম পর্যায়ে চলে যাচ্ছে দেখে আশপাশের কয়েকজন মহিলা তাদের থামানোর চেষ্টা করলেও ওই তিনটি মেয়েকে থামাতে পারেনি। আর পুরো ঘটনাটি নিজের চোখের সামনে ঘটতে দেখেও না থামিয়ে হাসছিলেন অন্য এক মহিলা।

রবিবার রাত ১০টা ৪৭ মিনিটে ভিডিয়ো পোস্ট হওয়ার পর থেকে বেশ কয়েক হাজার মানুষ এটি দেখে ফেলেছেন। কয়েক হাজার লোক লাইক করার সঙ্গে সঙ্গে রিটুইট করেছেন কয়েক'শো' মানুষ।