ইদুক্কি, ৩ সেপ্টেম্বর: নিজের প্রাণ বাঁচাতে চিতাবাঘকেই (Leopard) মেরে ফেললেন এক ব্যক্তি। শনিবার সকালের ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) ইদুক্কি জেলার (Idukki District) মানকুলাম (Mankulam) এলাকায় ৷ কে গোপালন (Gopalan) নামে মানকুলামের চিঙ্গানামকুডি উপজাতি এলাকার বাসিন্দা এক যুবক আজ সকালে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন৷ সেই সময় চিতাবাঘটি হামলা চালায়, গোপালনের উপরে ঝাঁপিড়ে পড়ে সে। প্রাণ বাঁচাতে তার সঙ্গে অসম লড়াই শুরু করেন গোপালন ৷ শেষমেশ জয় হয় তাঁরই।
গোপালন হাতে থাকা একটি ছুরি দিয়ে চিতাটিকে বারেবারে আঘাত করতে থাকে। একসময় মারা যায় প্রাণীটি। গুরুতর জখম অবস্থায় গোপালনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা। জানা গিয়েছে, গোপালনের হাত ভেঙেছে। শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে চিতার আঁচড়ে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গোপাল বলেন, “এটা অন্তত প্রত্যাশিত ছিল। একটা গাছ থেকে হঠাৎ আমার উপর ঝাঁপিয়ে পড়ে চিতাটি। সে আমার উরুতে কামড় দেয়। আমি পুরো শক্তি লড়াই শুরু করে। ছুরি দিয়ে বারেবারে আঘাত করতে থাকি। একসময় চিতাটি নেতিয়ে পড়ে।” আরও পড়ুন: Maharashtra Shocker: ছেলের আত্মহত্যা দেখে কুয়োয় ঝাঁপ দিয়ে মারা গেলেন মা
বন কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু গোপালন নিজে আক্রান্ত হওয়ার পরে আত্মরক্ষায় চিতাবাঘটিকে মেরে ফেলেছেন। সেই কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে না। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগও দায়ের করা হয়নি। স্থানীয় লোকজন জানান যে চিতাটি বেশ কিছুদিন ধরে এলাকায় ঘুরছিল এবং গত দুই মাসে অনেক গৃহপালিত পশুকে সে খেয়েছে। বন বিভাগ খাঁচা বসালেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।