Kargil (Photo Credit: ANI/X)

লাদাখের (Ladakh) জোজিলা পাস ঢেকে গেল পুরু বরফের আস্তরণে। ডিসেম্বর থেকে যে তুষারপাত শুরু হয়েছে, তার জেরে এবার বরফ কাটা শুরু হয়েছে। কার্গিলের (Kargil) জোজিলা পাসে যে হারে বরফ পড়তে শুরু করেছে, তার জেরে গোটা এলাকা সাদা হয়ে যায়। পুরু বরফের আস্তরণে কার্গিল ঢেকে যেতেই জোর কদমে কাজ শুরু হয়েছে বরফ সরানোর।

দেখুন কার্গিলের কী পরিস্থিতি...