ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের চাষের জমিতে উলটে পড়ল স্কুল বাস। বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনার (Accident) মুখে পড়ে একটি বেসরকারি স্কুল বাস। তেলাঙ্গানার (Telangana) নগরকুর্নুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে স্কুল বাস এবং ট্রাক্টরের সংঘর্ষে। জানা যায়, ২০ জন পড়ুয়াকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল ওই বেসরকারি স্কুল বাসটি। হঠাৎ করে রাস্তার অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরে ধাক্কা লাগে বাসটি। ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। স্কুল বাসে থাকা পড়ুয়াদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়।
অন্ধ্রপ্রদেশের তানুকুতে আরও একটি স্কুল বাস দুর্ঘটনার মুখে পড়ে। যে দুর্ঘটনায় স্কুল বাসের এক সহকারির প্রাণ যায়। তবে বাস চালক প্রাণে রক্ষা পান। তিনি গুরুতরভাবে আহত হন। আহত অবস্থায় ওই বাস চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত ওই বাস চালকের চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে ওই সময় কোনও পড়ুয়া ছিল না বলে খবর।
দেখুন পরপর দুটি স্কুল বাস দুর্ঘটনার মুখে পড়ে...
At least 5 students were injured, when a private #SchoolBus carrying around 20 students, collided with a tractor and overturned into a crop field in Bijinapally mandal, #Nagarkurnool dist, #Telangana .
In another #RoadAccident, a driver of a private school… pic.twitter.com/mm3rhP8Qy8
— Surya Reddy (@jsuryareddy) November 20, 2024