আহমেদাবাদ, ৩ অক্টোবর: গরবা (Garba) করতে গিয়ে ই-সিগারেটে টান দিলেন মহিলা। সাদা রঙের লেহঙ্গায় সেজে ওই মহিলা যখন গরবা শুরু করেন, সেই সময় আচমকা তাঁর মুখ ধোঁয়া উড়তে শুরু করে। ভাল করে লক্ষ্য করে বোঝা যায়, ওই মহিলা ই-সিগারেটে (E-Cigarette) টান দিতে শুরু করেছেন। সেই কারণেই তাঁর মুখ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। গুজরাটের ভদোদরায় এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এলে, তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
গরবা করতে গিয়ে কেন ওই মহিলা ই-সিগারেটে টান দিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী ওই মহিলার উপর যাতে পুলিশ নজর রাখে, সে বিষয়েও জারি করা হয়েছে সতর্কতা।
वडोदरा के पुलिस आयुक्त ने कहा कि पूर्व संध्या पर छेड़खानी रोकने के लिए बनाई गई 'महिला' पुलिस टीम अब उन महिलाओं पर भी नजर रखेगी, जो गरबा खेलते हुए समुदाय की भावनाओं को ठेस पहुंचाती हैं।@Vadcitypolice pic.twitter.com/rzgEXDpiQr
— IANS Hindi (@IANSKhabar) October 3, 2022
ধর্মীয় ভাবাবেগে আঘাতের পাশাপাশি গরবা করতে গিয়ে কোনও রোমিও ব্রিগেড যদি মহিলাদের উত্যক্ত করে, সে বিষয়ে কড়া নজর রাখতে হবে বলে পুলিশ দেওয়া হয় কমিশনারের তরফে।