তবে আজ অবধি সঞ্চালকের ভূমিকায় থাকাকালীন সেভাবে কখনও মেজাজ হারাতে দেখা যায়নি তাঁকে। এমনকী এই দক্ষ সাংবাদিকের শো আপ কি আদালত দেশের যথেষ্ট জনপ্রিয় একটি টিভি শো। যদিও এহেন সঞ্চালকের অবশেষে ধৈর্যের বাধ ভাঙল। আর তাতেই লাইভ শো চলাকালিন প্রকাশ্যে গালাগালিও দিয়ে ফেললেন তিনি। আর সেই নিয়ে আপাতত উত্তাল জাতীয় রাজনীতি। লাইভ প্যানেলে কংগ্রেস মুখপাত্র রাগিনী নায়েকের সঙ্গে কথা চলাকালিন মৃদুস্বরে একটি অশালীন শব্দ প্রয়োগ করেন। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে কংগ্রেসের তরফ থেকে দিল্লি হাইকোর্টে দায়ের করা হয় মামলা।
সম্প্রতি এয়ার হওয়া এই ভিডিতে দেখা গিয়েছে রাগিনী নায়েকের সঙ্গে তর্কাতর্কি চলছিল লাইভ শো-তে। তার মাঝে আচমকাই একটি অশালীন শব্দ প্রয়োগ করেন তিনি। রজতের সঙ্গে থাকা আরেক মহিলা সঞ্চালক বিষয়টি আগাম বুঝতে পেরে তিনি অন্য প্রসঙ্গে কথা বলতে থাকে। তবে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে শব্দটি ভালোভাবেই বোঝা যাবে। আর এই ভিডিও নিয়ে আসরে নামে কংগ্রেস শিবির। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি লেটেস্টলি কর্তৃপক্ষ।
Video of Rajat Sharma abusing Ragini Nayak on live TV not fake or edited: Twitter to Delhi High Court
report by @prashantjha996 https://t.co/PWHZVHkHdV
— Bar and Bench (@barandbench) July 11, 2024
তবে বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রজত শর্মার আইনজীবী এটিকে ভুয়ো বলে দাবি করেন। তাঁর মতে, কংগ্রেস রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। অন্যদিকে কংগ্রেস আইনজীবীর দাবি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজ নয়, ওই বেসরকারী সংবাদমাধ্যমে ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া আনকাট ভিডিওতেও এই ফুটেজটি আছে। এবং হাইকোর্টের কাছে তাঁরা আবেদন করেন যে চ্যানেল কর্তৃপক্ষকে যেন নির্দেশ দেওয়া ওই ভিডিওটি যেন মুছে না ফেলা হয়। আপাতত এই ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে।