Scam Alert (Photo Credit: Twitter)

বেঙ্গালুরুতে ভিডিও কলে প্রতারিত (Video Call Scam) হলেন এক মহিলা। পেশায় আইনজীবী ওই মহিলাকে নারকোটিক্স টেস্টের জন্য ক্যামেরার সামনে নগ্ন করায়। সেই সঙ্গে কয়েকজন ব্যক্তি কাস্টমসের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ১০ লক্ষ টাকা হাতিয়েও নেয়। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝে ওঠার পর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু এখনও অভিযুক্তদের ধরতে পারেনি কর্নাটক পুলিশ।

জানা যাচ্ছে, গত ৩ এপ্রিল তাঁকে ফোন করেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। তিনি নিজেকে কাস্টমসের অফিসার বলে পরিচয় দেয়। সে জানায় ওই মহিলার নামে সিঙ্গাপুর থেকে একটি পার্সেল আসছে। যেখানে নিষিদ্ধ মাদক রয়েছে। আর তিনি এই অপরাধে অভিযুক্ত। তারপর মহিলাকে জানানো হয় যে ভিডিও কলের মাধ্যমে তাঁকে নারকোটিক্স টেস্ট দিতে হবে।

এরপর মহিলাটি সেই টেস্ট দিতে রাজি হন। ভিডিও কলে কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে জামাকাপড় খুলে টেস্ট দেন ওই মহিলা। তারপর তাঁকে ব্ল্যাকমেল করে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এরপর যখন তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পারে তখন তিনি স্থানীয় পুলিশের দারস্থ হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।