গাজিপুর, ১ সেপ্টেম্বর: ২৫ জন যাত্রী নিয়ে গঙ্গা নদীতে (River) ডুবে গেল নৌকা (Boat Capsized)। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিপুরের (Gazipur) একটি নদীতে। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর এসেছে। ৫ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার রোমাঞ্চকর ভিডিও প্রকাশ্যে এসেছে। নৌকা ডুবে যাওয়ার ভিডিও কেউ মোবাইলে তোলেন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে চমকে উঠছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে নদীকে একদিকে হেলে গিয়েছে নৌকাটি। খানিকক্ষণের মধ্যে সেটি ডুবে যায়। নদীর পাড়ে থাকা কয়েকজন যুবক ঝাঁপ দিচ্ছেন নদীতে, যাতে তাঁরা যাত্রীদের বাঁচাতে পারেন।
বুধবার বিকেল ৫টার দিকে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ছেড়ে যায়। নদীতে কিছুদূর যাওয়ার পর নৌকাটি হঠাৎ গঙ্গা নদীর মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটেছে রেবতীপুর থানার আটহাথা গ্রামে। জানা গিয়েছে, নৌকা করে পশুখাদ্য নিয়ে যাচ্ছিলেন যাত্রীরা। আরও পড়ুন: IND vs PAK Match In Asia Cup 2022: ভারত-পাক ম্যাচে পাকিস্তানের জার্সি পরে বিপাকে বেরিলির ব্যাবসায়ী
দেখুন ভিডিও:
गाझिपूर: उत्तर प्रदेशात २५ प्रवाशांसह बोट नदीत उलटली, दुर्घटनेचा थरारक VIDEO आला समोर. pic.twitter.com/HmNbdLN7AM
— Maharashtra Times (@mataonline) September 1, 2022
নৌকাটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের বাঁচার জন্য চিৎকার শুরু হয়। পাড়ে থাকা গ্রামবাসীরা সাহায্য করতে ছুটে আসেন। এখনও পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৫ জন নিখোঁজ এবং তাঁদের খোঁজ চলছে। নৌকায় থাকা অন্য যাত্রীদের উদ্ধার করা হয়েছে।