Jagdeep Dhankhar. (Photo Credits: ANI)

Vice Presidential Elections 2025: সদে চলতি বাদল অধিবেশনের প্রথম দিনের শেষেই আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। পদত্যাগের পিছনে বাংলার প্রাক্তন রাজ্যপাল ধনখড় স্বাস্থ্যের সমস্যার কথা বলেছিলেন। যদিও মোটের ওপর পরিষ্কার হয়ে গিয়েছে, জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ানোর পিছনে বড় কোনও রহস্য রয়েছে। সেই যাই হোক, ধনখড়ের ইস্তফার পর এবার পরবর্তী উপরাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। এক নজরে দেখে নেওয়া য়াক আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য--

কবে হবে দেশের ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচন

৯ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) ভোটগ্রহণ হবে। সেই দিনই ভোট গণনার পর ফলপ্রকাশ হবে। এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ৭ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ: প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র যাচাই করা হবে ২২ আগস্ট ২০২৫ (শুক্রবার)। প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ২৫ আগস্ট ২০২৫ (সোমবার) পর্যন্ত।

কারা কারা ভোট দিতে পারবেন--

ভারতের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদ অনুযায়ী, উপরাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষভাবে একটি নির্বাচকমণ্ডলীর মাধ্যমে সম্পন্ন হয়। যার মধ্যে রয়েছে লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সকল সদস্য। মানে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা, সোজা কথা রাজ্যসভা ও লোকসভার সাংসদরা ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনের মত এই নির্বাচনে রাজ্য বিধানসভার সদস্য বা বিধায়করা অংশ নেন না। নির্বাচনটি একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে পরিচালিত হয়। ভোট গোপন ব্যালটের মাধ্যমে দেওয়া হয়।

প্রার্থীদের যোগ্যতা

উপরাষ্ট্রপতি দাঁড়ানো প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর।রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনো লাভজনক পদে থাকা যাবে না।

মোট কতগুলি ভোট রয়েছে, জিততে কটা ভোট চাই

রাজনৈতিক প্রেক্ষাপটবর্তমানে লোকসভা ও রাজ্যসভায় মোট ৭৮৬ জন সদস্য রয়েছেন, যার মধ্যে লোকসভায় ৬টি আর রাজ্যসভায় ২৬টি শূন্যপদ রয়েছে। নির্বাচনে জয়ের জন্য একজন প্রার্থীর প্রয়োজন ৩৯৪টি ভোট।

কারা জিততে পারে

বিজেপি-নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (NDA) সংখ্যাগরিষ্ঠতা রয়েছে (৪২২ ভোট), যা তাদের প্রার্থীর জয়ের সম্ভাবনাকে শক্তিশালী করে। সম্ভাব্য প্রার্থী হিসেবে থাওয়ার চাঁদ গেহলট এবং ওম মাথুরের নাম আলোচনায় রয়েছে।

ইন্ডিয়া জোটের কী অবস্থা

আম আদমি পার্টি ছাড়া ইন্ডিয়া জোট মোটের ওপর অটুট আছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের পাশে থাকার কথা তৃণমূল কংগ্রেসের। এনডিএ শিবির ছাড়ার পথে এআইএডিএমকে। তৃতীয় শিবিরে থাকা ওডিশার প্রধান বিরোধী দলত বিজু জনতা দল, অন্ধ্রপ্রদেশের প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস এবার আর বিজেপির পাশে নাও থাকতে পারে