দেশের উপরাষ্ট্রপতি (Vice President Election 2025) নির্বাচিত হলেন সি পি রাধাকৃষ্ণন (C.P. Radhakrishnan)। এনডিএ জোটের প্রার্থী হিসেবে এবার নির্বাচনে দাঁড়ান রাধাকৃষ্ণন। মঙ্গলবার সকাল থেকে যে উপরাষ্ট্রপতি নির্বাচনের পালা শুরু হয়, সেখানে বেশি ভোট পেয়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন রাধাকৃষ্ণন। বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন সিপি রাধাকৃষ্ণন।
জানা যাচ্ছে, সিপি রাধাকৃষ্ণন পান ৪৫২টি ভোট। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থীর বাক্সে পড়ে ৩০০টি ভোট। ভোট গ্রহণ শেষ হলে রিটার্নিং অফিসার পিসি মোদী বিজয়ীর নাম ঘোষণা করেন। আর সেখানেই তিনি জানান, বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন।
জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদ থেকে সরে যান সম্প্রতি। শরীর ভাল নেই জানিয়ে ধনখড় উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে দেশের নতুন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন।
দেখুন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন রাধাকৃষ্ণন...
NDA nominee and Maharashtra Governor C.P. Radhakrishnan elected as the Vice President of India with a total of 452 votes pic.twitter.com/ms7E1Nv17r
— ANI (@ANI) September 9, 2025