B. Sudershan Reddy (Photo Credit: File Photo)

দিল্লি, ১৯ অগাস্ট: সামনেই উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election 2025)। এবার উপরাষ্ট্রপতি পদের জন্য ইন্ডিয়া জোট নিজেদের প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির (B. Sudershan Reddy) নাম ঘোষণা করেছে। মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে।

উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি...

 

ডেরেক ও ব্রায়েন, শরদ পাওয়ারদের সঙ্গে নিয়ে উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে...

 

মল্লিকার্জুন খাড়গে বলেন, বি সুদর্শন রেড্ডি ভারতের একজন বিশিষ্ট এবং প্রগতিশীল আইনজীবী। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারক থেকে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বি সুদর্শন রেড্ডি নিজের কার্যভার সামলেছেন।

বিচারপতি হিসেবে কাজের সময় বি সুদর্শন রেড্ডি কীভাবে নিজের দায়িত্ব সামলেছেন এবং দেশের গরীব মানুষের জন্য কাজ করেছেন, তা অকল্পনীয়। তাই এবার উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেন মল্লিকার্জুন খাড়গে।

সম্প্রতি জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন ধনখড়। তারপর থেকই শুরু হয় জল্পনা। আর এবার উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করে কার্যত চমকে দিল ইন্ডিয়া জোট।