দিল্লি, ১ অগাস্ট: ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি (Vice President Election 2025) কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) উপরাষ্ট্রপত পদে ইস্তফা দেওয়ার পর থেকেই পরবর্তীতে ওই চেয়ারে কে বসবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা অব্যাহত। এসবের মাঝে মনোনয়ন জমা দেওয়ার তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের জন্য ২১ অগাস্ট মনোনয়ন পত্র জমা দিতে হবে। নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। ওই দিনই ফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত ২২ জুলাই ভারতের উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন জগদীপ ধনখড়। ধনখড়ের ইস্তফার পর থেকেই ওই পদ খালি পড়ে রয়েছে। সেখানে এবার কে বসবেন, তা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা।
উপরাষ্ট্রপতি পদের জন্য যে নির্বাচন হবে, কবে কী হবে তার তালিকা দেখে নিন
আগামী ৭ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করবে।
২১ অগাস্ট অর্থাৎ আর এক বৃহস্পতিবারের মধ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে হবে।
২৫ অগাস্ট, সোমবাের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে কেউ, করতে পারবেন।
৯ সেপ্টেম্বর, মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন।
উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের পর ৯ সেপ্টেম্বরই হবে গণনা।