নয়াদিল্লিঃ ওয়ানাড (Wayanad) যাওয়ার পথ দুর্ঘটনার (Road Accident) কবলে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জের (Veena George) গাড়ি। মালাপ্পুরম জেলার মাঞ্জেরির (Mancheri) কাছে একটি ছোট দুর্ঘটনার সম্মুখীন হয় স্বাস্থ্যমন্ত্রীর (Health Minister) গাড়ি। ঘটনায় সামান্য আঘাত পেয়েছেন তিনি। বাম হাতে চোট পেয়েছেন বলে খবর। বর্তমানে মাঞ্জেরি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে বুধবার সকালে ওয়ানাড যাওয়ার পথে মালাপ্পুরমে একটি স্কুটির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয়েছেন দু'পক্ষই। অন্যদিকে, ওয়ানাডে ভূমিধসের ঘটনায় ক্রমে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৪৩ জনের ম্রিত্যুর খবর মিলেছে। মঙ্গলবার সন্ধ্যার পর খারাপ আবহাওয়ার কারণে এক রাত বিরতির পর বুধবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়। সেনা, দমকল বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলগুলি একসঙ্গে ওয়ানাদ জেলার মুন্ডাক্কাইয়ং গ্রামে উদ্ধার অভিযান চালাচ্ছে। আবহাওয়া আরও খারাপ দিকে যাওয়ার ফলে বিপদ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে এখনও ২ থেকে তিনদিন সময় লাগবে বলে জনিয়ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান অখিলেশ কুমার।
Kerala: Health Minister Veena George's vehicle was involved in an accident in Mancheri, Malappuram, due to a collision with a scooter. Both the injured bikers and the slightly injured minister were admitted to Mancheri Medical College Hospital. Veena George sustained an injury to… pic.twitter.com/xBWQZfLPRa
— IANS (@ians_india) July 31, 2024