Water Level Rising of River Ganga (Photo Credit: X@ians_india)

উত্তর ভারতে টানা ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর প্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে অনেকটাই। আর বর্ষায় গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-কে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নৌকায় করে ঘাটগুলিতে টহল দিচ্ছে এন ডি আর এফের দলগুলি। উল্লেখ্য বারাণসী বেশ কয়েকটি ঘাট এখনও ডুবে আছে, তাই গঙ্গাস্নানে আসা বা পূজা দিতে আসা ভক্তদের গভীর জলে না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। পাশাপাশি গঙ্গায় সর্বদা অতন্দ্র নজর রাখছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আগামী কয়েকদিন এমনই বৃষ্টি চললে গঙ্গার জলস্তর আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ঘাটের পুরোহিতরা। বারাণসী ঘাটের এক পুরোহিত বিবেকানন্দ পান্ডে বলেন, "দিন দিন, জলস্তর যত বাড়ছে, আমরা ধীরে ধীরে গঙ্গা আরতির জন্য উপরে উঠছি।"

নৌকা চালক ভিকি নিশাদ বলেন, "জল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা জনসাধারণের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। সন্ধ্যার মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে এবং বাকি ঘাটগুলি ডুবে যেতে পারে।"

কী বলছেন স্থানীয় নৌকা চালকরা-