প্রতীকী ছবি (Photo Credits: PTI)

প্রেম দিবসে প্রেমে প্রত্যাখ্যান মেনে নিতে পারলেন না যুবক। প্রেম প্রস্তার ফিরিয়ে দেওয়ায় তরুণীর উপর ছুরির হামলা চালানোর অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। তরুণীর উপর ছুরির হামলা চালিয়েই থামলেন না যুবক, রক্তাক্ত তরুণীর উপর অ্যাসিড ছোঁড়ার অভিযোগও উঠেছে যুবকের বিরুদ্ধে। ভালোবাসা উদযাপনের দিনে অন্ধ্রপ্রদেশের  (Andhra Pradesh) অন্নমায়া জেলার পেরামপল্লি অঞ্চলের গুররামকোন্ডা মণ্ডলের ঘটনায় শিহরিত এলাকা।

আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day 2025)। ভালোবাসার দিন। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর ভালোবাসা উদযাপনের দিন। প্রিয় মানুষটিকে বিশেষ কোন উপহার দিয়ে, একসঙ্গে সময় কাটিয়ে, ঘুরতে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করেন যুগলরা। কিন্তু ভালোবাসার এই বিশেষ দিনে অন্ধ্রপ্রদেশের ওই যুবকের কাণ্ডে স্তম্ভিত সকলে। তার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর বেহাল দশা করলেন ওই যুবক। কলেজ পড়ুয়া ওই তরুণী যুবকের প্রেম প্রস্তাব গ্রহণ না করায় তার উপর ছুরির হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এরপর তরুণীর উপর অ্যাসিড ছোঁড়েন তিনি। জ্বালা যন্ত্রনায় ছটফট করতে শুরু করেন নির্যাতিতা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক নির্যাতিতা তরুণীর কলেজের সহপাঠী। নির্যাতিতাকে উদ্ধার করে মদনপল্লে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। এই হামলার ঘটনা জানাজানি হতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। ঘটনার হামলার চরম নিন্দা করে অভিযুক্তদের যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।