নয়াদিল্লিঃ ফের স্থগিত বৈষ্ণদেবী যাত্রা (Vaishno Devi Yatra)। অবিরাম বৃষ্টির (Heavy Rain) কারণে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত এই যাত্রা। রবিবার থেকে জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের পবিত্র গুহা দর্শনের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। প্রতিকূল আবহাওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্দির কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকার কারণে ১৪ সেপ্টেম্বর থেকে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তীর্থযাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের চালু করা হবে যাত্রা বলেও উল্লেখ করা হয় শেষে।
উল্লেখ্য, বেশকিছু দিন ধরে প্রবল বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানের জেরে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। এর আগে গত ২৬ অগস্ট কাটরা থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথের মাঝে ধস নামে। ভূমিধসের জেরে প্রায় ২ সপ্তাহ ধরে বন্ধ রাখা হয় তীর্থযাত্রা। সেবার ভূমিধসে প্রায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ২০ জন।
বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বৈষ্ণদেবী যাত্রা
The Shri Mata Vaishno Devi shrine Yatra scheduled to be resumed on September 14 has been postponed till further orders because of the continuous rain in Jammu and Kashmir’s Reasi district.
https://t.co/iFzpMzpeZ2 #OmmcomNews
— Ommcom News (@OmmcomNews) September 14, 2025