ট্রেনে চড়তে গিয়ে কাটা পড়ল দুটি পা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চারবাঘ স্টেশনে। জানা গেছে বলপ্রীত সিং নামের ওই ব্যক্তি মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন। ব্যক্তিটি উত্তরপ্রদেশের আলমবাঘ শহরের গোবিন্দ নগরের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর ব্যক্তিটিকে কেজিএমইউ ট্রমা সেন্টারে নিয়ে যায় জিআরপি। সেখানেই তার চিকিৎসা শুরু করা হয়েছে।
৫ বছর আগে তার মা মারা যাওয়ার পর থেকেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। নুর মঞ্জিল নামের একটি হাসপাতালে মানসিক চিকিৎসাও চলছিল তার। সেখানে বেশ কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু হঠাৎই আজ এমন ঘটনা ঘটে গেল বলে জানান তার স্ত্রী।
বলপ্রীতের স্ত্রীর ব্রেন সার্জারি হওয়ার কারণে তিনিও প্রায় শয্যাশায়ী। বেকার থাকার কারণে মানসিক চাপ কাজ করছিল তার মনে। ভাড়ার টাকা থেকেই চলে তাদের সংসার।রেলওয়ের এক অফিসার জানিয়েছেন, হাওড়া যাওয়ার পাঞ্জাব মেলে চড়ার চেষ্টা করছিল ওই ব্যক্তি তবে তা প্লাটফর্মের উল্টো দিক থেকে। যে কারণে দুর্ঘটনার কবলে পড়ে যান তিনি।
#UttarPradesh: Trying to board train, man loses both his legs
Read: https://t.co/fmD3FTGkpx pic.twitter.com/a5hjj73gl7
— IANS (@ians_india) December 20, 2023