Representational Image (Photo Credit: File Photo)

নভেম্বর মাসে রেকর্ড সংখ্যক চালান কাটল উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের ট্রাফিক পুলিশ। রাস্তায় দুর্ঘটনার ক্ষেত্রে রাজ্যে ১৪ তম নাম্বারে রয়েছে গৌতম বুদ্ধ নগর। প্রতিবছর গড়ে ৩৮৬ জন মানুষ রাস্তায় দুর্ঘটনার স্বীকার হন। এই জেলায় মোট ২৫১৩৯৮ টি চালান কাটা হয়েছে নভেম্বর মাসে। এই চালান থেকে মোট  ৫৯,২৯,১১,০০০ ফাইন কাটা হয়েছে।

মোট ২৭০৫০০ টাকা সংগ্রহ করা হয়েছে ফাইন বাবদ এবং তা সরকারী খাতায় জমা করা হয়েছে। ট্রাফিক নিয়ম ভাঙার কারণে বাজেয়াপ্ত করা হয়েছে ৬৮০ টি গাড়ি।বেশিরভাগ চালান কাটা হয়েছে বিনা হেলমেটে গাড়ি চালানো এবং ভুল সাইডে গাড়ি চালানোর জন্য।

সরকারী তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ২১ হাজার মানুষ দুর্ঘটনায় মারা যান রাজ্যের ২০ টি জেলায়। সবথেকে বেশি দুর্ঘটনা ঘটে জোরে গাড়ি চালানোর জন্য।২০২২ সালে প্রায় ৪০ শতাংশ গাড়ি দুর্ঘটনা ঘটেছিল জোরে গাড়ি চালানোর জন্য। ১০ শতাংশ দুর্ঘটনা ঘটে মোবাই ফোনে কথা বলার কারণে। ১০ শতাংশ মদ্যপান করে গাড়ি চালানোর কারণে এবং ৫ শতাংশ রেড লাইট পার করার কারণে।