কিছুদিন আগেই পরিযায়ী পাখির শিকার নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় সংবাদমাধ্যমে। সেই ছবি ভাইরাল হতেই উত্তরপ্রদেশ দফতরের তরফে চালানো হল বিশেষ অভিযান। কানপুরে চালানো হয় এই বিশেষ অভিযান, যেখানে ১৬ টি বিভিন্ন প্রজাতির ৭১৬ টি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়।
ঘটনার জেরে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বনদফতরের আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে বাজার থেকে পাওয়া বেশিরভাগ পাখিই বিশেষ প্রজাতির।
716 birds of 16 species rescued during raid in #UttarPradesh
Read: https://t.co/R1Eg971gJY pic.twitter.com/XcV3ebsplF
— IANS (@ians_india) December 5, 2023