গরু চরানোকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে প্রাণ গেল ১৮ বছর বয়সী এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আম্বেদকর নগর এলাকায়।ঘটনার জেরে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
সূত্র থেকে জানা গেছে, অজয় কুমার এবং তার সহযোগীরা শিলা দেবী বাড়িতে গিয়ে তার জমিতে গরু চরানোর জন্য অভিযোগ জানায়। তাতেই দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এরমধ্যে শীলা দেবীর বাড়িতে আসা বেশ কয়েকজন তার বাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। তাতে বাধা দিতে গেলে শীলা দেবীর এক আত্মীয় বিনোদ কুমারের মাথায় লাগে ইট। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার পরপরই মালিপুর থানার পুলিশ পৌছয় ঘটনাস্থলে।দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। গ্রেফতার করা হয়েছে ১ জনকে।
#UttarPradesh 18-year-old Vinod Kumar was killed in a clash between two groups over cattle grazing in Ambedkar Nagar, officials said.
Police have registered a case against eight people. pic.twitter.com/aVIoNvCx4L
— IANS (@ians_india) September 4, 2023