Uttarkashi Cloudburst. (Photo Credits:X)

Uttarakhand Cloudburst: হিমালয়ের কোলে বিপর্যয়। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জোড়া মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বান (Flash Flood), বন্যা (Flood)-য় বিপর্যস্ত গোটা রাজ্য। গত ১২ বছরে উত্তরাখণ্ডে এত বড় প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়নি বলে জানালেন স্থানীয়রা। মঙ্গলবার উত্তরকাশীর থারালি গ্রামের পর সুখিতে মেঘভাঙা বৃষ্টি হয়। এরই মধ্যে চলেছে ভারী বৃষ্টি। হড়পা বানে ভেসে গিয়েছে বেশ কয়েকটি গ্রাম, হাজার হাজার বাড়ি। এরই মধ্যে হার্সিলে উদ্ধারকাজে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ১০ জন সেনা জওয়ান। তাঁরা উদ্ধার ও ত্রাণের কাজে গিয়েছিলেন। আচমকা বানের জলের তোড় সেনা জওয়ানদের ভাসিয়ে নিয়ে যায় বলে খবর। উঁচু পাহাড় থেকে পাহাড়ের কোলে থাকা গ্রামে হড়পা বানের তোড় ভাসিয়ে নিয়ে গেল। তার মধ্যে আবার উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরকাশীর হড়পা বানের ভয়াবহ ভিডিও

উদ্ধারে তৈরি বায়ুসেনাও

চণ্ডিগড়, সারসাওয়া এবং বারেলির বায়ুঘাঁটিতে ভারতীয় বায়ুসেনা উত্তরকাশীতে উদ্ধারকাজে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। উত্তরকাশীতে একটি বেশ কয়েকটি গাড়িকে জলের তোড়ে ভেসে যেতে দেখা গিয়েছে। সোশ্যল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ির ভিতর বন্দি একজন মানুষ জলের তোড়ে ভেসে যাচ্ছেন। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে উত্তরকাশীর থারালি গ্রামে কীভাবে হড়পা বানের জলের তোড় আসছে। এখনও পর্যন্ত উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ শতাধিক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। হরিদ্বারে গঙ্গা ও কালী নদীর জলস্তর বিপদসীমার উপরে পৌঁছেছে। অন্যদিকে, টানা ভারী বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদূনে সব স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছিল।

দেখুন ভিডিও

দেখুন ভিডিও

মেঘভাঙা বৃষ্টি বা Cloudburst কী

বাতাসে থাকা জলের বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয়, আর তা থেকেই তৈরি হয় মেঘ। কিন্তু যখন একেবারে ছোট একটি অঞ্চলে খুব অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হয়, তখন একে বলা হয় বিস্ফোরিত মেঘ বা Cloudburst। আবহাওয়া দফতরের মতে, ২০-৩০ বর্গ কিমির মধ্যে এক ঘণ্টার কম সময়ের মধ্যে যদি ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়, তখনই তাকে বলা হয় মেঘ ফাটা বা ক্লাইড বার্স্ট (Cloudburst)। যখন খুব অল্প সময়ে একটা ছোট এলাকায় অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়, তখন তাকে "ক্লাউডবার্স্ট" বলা হয়। আসলে আকাশে কোনো মেঘ ফেটে যায় না, কিন্তু বৃষ্টির এত জোরে আর হঠাৎ করে নামে, মনে হয় যেন আকাশে জলভরা একটা বিশাল বেলুন ফেটে গেছে। এই কারণেই একে ইংরেজিতে বলে "Cloudburst"। আবহাওয়া দফতরের মতে, যদি ২০-৩০ বর্গ কিলোমিটারের মধ্যে এক ঘণ্টার কম সময়ে ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়, তাহলে সেটা ক্লাউডবার্স্ট বলে ধরা হয়।