সম্প্রতি কেদারনাথ মন্দির চত্বর থেকে রিলস বানিয়ে একজন নেট ব্যবহারকারী সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছিলেন। এরপরেই সতর্কবার্তা জারি করে উত্তরাখণ্ড পুলিশ। একটি বিজ্ঞপ্তিতে তারা বলে কেদারনাথ মন্দির (Kedarnath Temple) চত্বরে কেউ যদি ভিডিও বা রিলস বানান তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এরপরই শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ (Badrinath-Kedarnath Temple Committee) কেদারনাথ মন্দিরের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ করেছে। মন্দির কমিটি কেদারনাথ মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় সতর্কীকরণ বোর্ড লাগিয়েছে, যে কেউ ছবি তুলতে বা ভিডিও করতে ধরা পড়লে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির সভাপতি, অজয় অজেন্দ্র এএনআইকে বলেছেন, "অতীতে, কিছু তীর্থযাত্রী মন্দিরের অভ্যন্তরে অশালীন উপায়ে ভিডিও এবং রিল তৈরি করার পাশাপাশি ছবিও তুলেছিলেন। সেই ঘটনা বন্ধ করতে মন্দির চত্বরে সিসিটিভি লাগানো হচ্ছে খুব তাড়াতাড়ি এই সতর্কীকরণ কঠোরভাবে প্রয়োগ করা হবে, কেদারনাথে তাই সতর্কতা বোর্ড লাগানো হয়েছে।"
#WATCH | Uttarakhand | Shri Badrinath-Kedarnath Temple Committee bans photography and videography inside Kedarnath Temple. The Temple committee puts up warning boards at various places on the Kedarnath temple premises, that if anyone is caught taking photos or making videos,… pic.twitter.com/c4AXVbRrtj
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 17, 2023