শ্রী কেদারনাথ ধাম (Shri Kedarnath Dham) থেকে ফেরার পথে সোনপ্রয়াগে গতকাল ভূমিধসে আটকে পড়েন প্রায় ৪০ জন তীর্থযাত্রী। খবর সামনে আসতেই উদ্ধার কার্যে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত থেকে দীর্ঘ প্রচেষ্টায় সকলকে উদ্ধার করেছে এসডিআরএফ। এস ডি আর এফ সূত্রে জানা গেছে কেদারনাথ ধাম যাওয়ার পথে সোনপ্রয়াগের কাছে গভীর রাতে হঠাৎ ধস নামে। সেই রাস্তা দিয়ে গতকাল রাত ১০টার নাগাদ কেদারনাথ ধাম থেকে ফিরে আসা ৪০ জনেরও বেশি তীর্থযাত্রী আটকা পড়েন। পরে এসডিআরএফ তাদের উদ্ধার করে। কর্মকর্তারা বলছেন টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। যার ফলে ট্রেকিং রুটে প্রচুর পরিমাণে বোল্ডার, পাথর পড়েছে। কেদারনাথ যাত্রার রাস্তায় বাধার সম্মুখীন হতে হচ্ছে তীর্থযাত্রীদের।
#WATCH | Rudraprayag, Uttarakhand | SDRF rescued around 40 devotees stranded in the Sonprayag landslide zone while on their way back from Shri Kedarnath Dham.
Debris suddenly fell late at night near Sonprayag on the way to Kedarnath Dham, due to which more than 40 pilgrims… pic.twitter.com/3raGuM5PJ0
— ANI (@ANI) July 3, 2025
উল্লেখ্য গত ১৫ জুন কেদারনাথের যাত্রাপথে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার জঙ্গলচট্টির কাছে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও দুই তীর্থযাত্রী। ভারী বৃষ্টিপাতের জন্য পাহাড়ি রাস্তায় ধস নামার কারণে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাত্রা সেই সময় স্থগিত করা হয়েছিল। কিন্তু আবারও যাত্রা শুরু হতেই ধসের কবলে পড়ল কেদারনাথের তীর্থ যাত্রীরা।