Uttarakhand Landslide (Photo Credits: X)

বদ্রীনাথ, ২৩ জুনঃ ফের প্রাকৃতিক দুর্যোগের মুখে উত্তরাখণ্ড। প্রবল বৃষ্টির জেরে ধস নামল পাহাড়ে। একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বদ্রীনাথের কাছে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। জানা যাচ্ছে, সোমবার সকালে বদ্রীনাথ মহাসড়কের পাতালগঙ্গার কাছে দুর্ঘটনাটি ঘটে। বদ্রীনাথ ধাম থেকে ফেরার পথে একটি গাড়ির উপর আচমকা পাহাড় ধসে পড়ে। মারা যান হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা শিল্পা। ওই গাড়ির মধ্যে থাকা আরও দুজন আহত হন। আহতদের মধ্যে একজন ১০ বছরের শিশুও রয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন যমুনোত্রীর পথে ভূমিধসে আরও একটি অঘটন ঘটে। পাহাড় ধসে পড়ে একদল পর্যটকের উপর। আহত হন একজন। ধ্বংসস্তূপের নিচে দুজনের আটকা পড়ার আশঙ্কা করার হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন অংশে ধস নেমেছে। আটকে পড়েছেন পর্যটকেরা।

উত্তরাখণ্ডে ধস