চারধাম যাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে নতুন নির্দেশিকা আনল উত্তরাখণ্ড সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হল কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী মন্দিরের ৫০ মিটারের মধ্যে কোনও ভিডিও বা রিল বানানো যাবে না। আসলে এই মন্দিরগুলির বাইরে অনেকেই দীর্ষক্ষণ ধরে ভিডিও বানান। যার ফলে বাকি পূন্যার্থীদের পেছনে দাঁড়িয়ে থাকতে হয়। স্বাভাবিকভাবেই শুরু হয় বিশৃঙ্খলা। সেটা এড়াতেই এই নির্দেশিকা জারি করলেন উত্তরাখণ্ডের চিফ সেক্রেটারি রাধা রাতুরি।
এছাড়া আরও একটি বিষয়ে নির্দেশিকা জারি করেছে উত্তরাখণ্ড প্রশাসন। জানা যাচ্ছে, আগামী ৩০ মে পর্যন্ত ভিআইপি লাইনের মাধ্যমে মন্দির দর্শন বন্ধ থাকবে। অর্থাৎ যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন, আগামী ৩০ তারিখ পর্যন্ত তিনি যদি মন্দির দর্শন করতে আসেন তাহলে তাঁকে সাধারণের মতোই লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে। আসলে এই ভিআইপি লাইনের কারণেও সাধারণ দর্শনার্থীদের মন্দির দর্শন করতে বেশি সময় লাগত, সেই কারণেই এই নির্দেশিকা জারি করল প্রশাসন।
Uttarakhand Chief Secretary Radha Raturi orders a ban on videography/making reels for social media within a radius of 50m of the temple complex in all four Dhams
She has given this order to Secretary Tourism, Commissioner Garhwal Division & DMs and SPs of the concerned districts pic.twitter.com/R5klCpNa46
— ANI (@ANI) May 17, 2024
গত ১০ মে থেকে উত্তরাখণ্ডে শুরু হয়েছে পবিত্র চারধাম যাত্রা। আর কেদারনাথের দরজা খোলার পর উত্তরাখণ্ডে উপচে পড়েছে ভক্তদের ভিড়। অনলাইন বুকিংয়ের মাধ্যমে চারধাম যাত্রার জন্য যে রেজিস্ট্রেশন করানো হচ্ছিল তা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কবে সেটি খুলবে তা এখনও জানা যায়নি।