Uttarakhand Glacier Burst: উত্তরাখণ্ডের জোশীমঠে ফের হিমবাহ ফাটলে মৃত ৮, উদ্ধার ৩৮৪ জন
উত্তরাখণ্ডের জোশীমঠে ফের হিমবাহ ফাটল (Photo Credits: PTI)

দেরাদুন, ২৪ এপ্রিল: উত্তরাখণ্ডের জোশীমঠে ফের হিমবাহে ফাটল (Uttarakhand Glacier Burst)। প্রাকৃতিক দুর্যোগের কবলে প্রাণ হারান ৮ জন। জোশীমঠের সুমনা থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ৩৮৪ জনকে। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানায় ভারতীয় সেনা। ভারত-চিন সীমান্তে নীতি উপত্যকায় হিমবাহে ফাটল ধরে শুক্রবার বিকেলে ৪টে নাগাদ। নদীর জলস্রোত ২ ফুট উচ্চতায় বেড়ে যায়।

গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র সরকার ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) আজ হেলিকপ্টারে করে এলাকা পরিদর্শন করেন। ভারতীয় সেনা উদ্ধারকাজ চালাচ্ছে। সুমনা গ্রামের ৪ কিমি পর্যন্ত জলের তোরে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি। এর মধ্যে রয়েছে জোশীমঠ, মালারি, গিরথীডোবালা, সুমনা-রিমখিম এলাকা। ধস নেমে একের পর এক রাস্তা বন্ধ হয়ে যায়, প্রায় চার থেকে পাঁচটি রাস্তার সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার বিকেল থেকেই বর্ডার রোড টাস্ক ফোর্স রাস্তায় পড়ে থাকা বড় পাথর সরানোর কাজ করছে। আরও পড়ুন, ক্ষমতায় এলেই বাংলার সকলকে নিখরচায় করোনা ভ্যাকসিন, প্রতিশ্রুতি বিজেপির

ফেব্রুয়ারিতে চামোলিতে হিমবাহ ধসের জেরে মৃত্যু হয়েছিল ৭২ জনের ৷ চামোলি জেলার তপোবনে হিমবাহ ধসের ঘটনা ঘটে। হড়পা বানে ভেসে যায় ধৌলি গঙ্গা, ঋষিগঙ্গা ও অলোকানন্দা নদী। চামোলির ভয়াবহতার আতঙ্ক কাটতে বা কাটতেই দু’মাস পরই ফের প্রাকৃতিক বিপর্যয়ে চলে গেল ৮টি তাজা প্রাণ। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা।