ITBP's Rescue Work (Photo Credit: X)

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: উত্তরাখণ্ডে (Uttarakhand Avalanche) বদ্রীনাথের কাছে মানা গ্রামে শুক্রবার তুষারধস নামে। তুষারপাতের মাঝেই ভয়াবহ ধস নামে মানা গ্রামের নিকটবর্তী এলাকায়। যার জেরে ৫৭ জন কর্মীর ধসে আটকে পড়ার খবর মেলে। ধস নামার খবর মিলতেই আইটিবিপি শুরু করে উদ্ধার কাজ। যার জেরে প্রথম দফায় পরপর ১৬ জনকে উদ্ধার করা হয়। বাকিদেরও জোর কদমে খোঁজার কাজ চালাচ্ছেন আইটিবিপির জওয়ানরা। পুরু বরফের আস্তরণে মোড়া পাহাড়ি রাস্তা ধরে উদ্ধার কাজ শুরু করেন আইটিবিপির (ITBP) জওয়ানরা। যে অঞ্চলে তাপমাত্রা একেবারে প্রায় শূণ্যে নেমে যাওয়ার পরিস্থিতি, সেখান থেকে উদ্ধার কাজ শুরু করেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা।

পাহাড়ি রাস্তা ভেঙে, বিআরও কর্মীদের ধরে ধরে উদ্ধার শুরু করেন আইটিবিপির জওয়ানরা। চামেলি জেলায় ধস নামার পর যেভাবে আবহাওয়া খারাপ হতে শুরু করে, তাতে উদ্ধার কাজ প্রক্রিয়াও আইটিবিপির কর্মীদের কাছে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তার মধ্যেও অবশ্য থেমে থাকেননি জওয়ানরা। অত্যন্ত কষ্ট করে এগিয়ে যান তাঁরা।

আরও পড়ুন: Uttarakhand Avalanche: উত্তরাখণ্ডে নামল তুষারধস, আটকে পড়লেন ৫৭ কর্মী, দেখুন কী ভয়াবহ পরিস্থিতি

দেখুন ধস নামার পর বিআরও কর্মীদের কীভাবে উদ্ধার করছেন আইটিবিপির জওয়ানরা...

 

অত্যন্ত কষ্টসাধ্যভাবে চামোলিতে উদ্ধার কাজ শুরু করে আইটিবিপি...

 

জানা যায়, ফলে যে কর্মীরা আটকে রয়েছেন ধসের জেরে, তাঁদের কীভাবে উদ্ধার করা হবে, তা নিয়ে প্রথম পর্যায়ে কার্যত চিন্তায় পড়ে যান আইটিবিপির জওয়ানরা। অ্যা

ম্বুলেন্সে করে যাতে আটকে পড়া কর্মীদের নিয়ে আসা যয়া, সেই ব্যবস্থাও করা হয়। পাঠানো হয় পরপর ৩টি অ্যাম্বুলেন্স। তবে একটানা তুষারপাতে রাস্তার মাঝে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। কোনওভাবে অ্যাম্বুলেন্স আগে যেতে পারেনি বলে জানা যায়। ফলে কখনও কাধে করে আবার কখনও হাত ধরে হাঁটিয়ে শ্রমিকদের ফেরাতে শুরু করে আইটিবিপি।