
হরদই, ২০ মেঃ রেল দুর্ঘটনা ঘটানোর বড়সড় ষড়যন্ত্র। এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত করার জন্যে রেললাইনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে কাঠের দণ্ড। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারত সাংঘাতিক রেল দুর্ঘটনা। তবে চালকের তৎপরতায় রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনা। রক্ষা পেল শত শত যাত্রীর প্রাণ।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh)) হরদই জেলায় রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express ) এবং কাঠগোদাম এক্সপ্রেস (Kathgodam Express) লাইনচ্যুত করার ছক কষেছিল অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই লাইন দিয়ে আগে যে আসবে অসাবধানতার বশে দুর্ঘটনার কবলে পড়বে সেই ট্রেন। সোমবার বিকেলে দালেলনগর এবং উমরতলি স্টেশনের মাঝে কাঠের একটি দণ্ড দিয়ে ব্লক করে রাখা হয়েছিল রেললাইন। দ্রুত গতিতে আসা রাজধানী কিংবা কাঠগোদাম তার উপর দিয়ে গেলেই লাইনচ্যুত হতে পারত।
রেল দুর্ঘটনার ছক!
2 ट्रेनों को डिरेल करने की साजिश नाकाम, लोको पायलट की सजगता से बड़ा रेल हादसा टला
काठगोदाम एक्सप्रेस को डिरेल करने की साजिश, अराजकतत्वों ने डाउन ट्रैक पर लकड़ी का गुटका रखा
अर्थिंग वायर से बांधकर लकड़ी का गुटका रखा गया, लोको पायलट ने ट्रेन को इमरजेंसी ब्रेक लगाकर रोका… pic.twitter.com/wnHd59kLo7
— Anaadi TV UP (@anaaditv_up) May 20, 2025
তবে দুর্বৃত্তদের ষড়যন্ত্র ভণ্ডুল হল। দিল্লি থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে রাজধানী এক্সপ্রেসের (২০৫০৪) চালক রেললাইনের সঙ্গে বাঁধা কাঠের দণ্ডটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক (Emergency Brake) কষেন। ট্রেন থামিয়ে রেল কর্মকর্তাদের খবর দেন চালক। রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দণ্ডটি সরিয়ে রেললাইন পরিষ্কার করার পর রাজধানী ফের যাত্রা শুরু করে।