নতুন দিল্লি, ৮ নভেম্বর: উত্তরপ্রদেশের মুজফফরনগর দাঙ্গায় অভিযুক্ত হয়ে দু বছরের কারাদণ্ড হয়েছে বিধায়ক বিক্রম সাইনি। দাঙ্গায় অভিযুক্ত হওয়ায় সাইনিকে অযোগ্য ঘোষণা করে বিধায়ক পদ খারিজ করা হয়েছে। ফলে জেলে যাওয়া বিজেপি বিধায়কের খাতাউলি কেন্দ্রটি খালি হয়েছে। আর তাই উত্তরপ্রদেশের খাতাউলি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে।
নির্বাচন কমিশন জানাল, খাটাউলিতে উপনির্বাচন হবে ৫ ডিসেম্বর আর গণনা ৮ ডিসেম্বর। সেই দিনেই গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভার ফলপ্রকাশ। একের পর উপনির্বাচন হলেও এখনও সাধন পান্ডের মৃত্যুতে খালি হওয়া মানিকতলায় উপনির্বাচনের দিন এখনও ঘোষণা হল না।
দেখুন টুইট
Election Commission of India announces the schedule of Uttar Pradesh's Khatauli by-election - polls to be held on December 5th; counting of votes to be on December 8th.
All vacancies for 2022 as of now are covered with this announcement for by-election. pic.twitter.com/Qr3HOk94Kx
— ANI (@ANI) November 8, 2022
টানা দু'বার এই কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির বিক্রম সিং সাইনি। চলতি বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে খাতাউলি কেন্দ্রে বিক্রম সাইনি ১৬ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন এসপি-র সঙ্গে জোট করে লড়া আরএলডি প্রার্থী রাজপাল সিং সাইনি।