নয়াদিল্লিঃ ন্যূনতম খরচে চিকিৎসা(Treatment) পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে গোটা দেশজুড়ে(India)। সাধারণ মানুষ, বিশেষ করে যাতে প্রান্তিক মানুষ চিকিৎসা পান তার জন্যই এই উদ্যোগ নিয়েছে সরকার(Government)। কিন্তু তাতেও দুর্নীতি। ১ টাকার বদলে এই পরিষেবা(Service) দেওয়ার কথা। সেখানে ১ টাকার বদলে ২ টাকা করে নেওয়া হচ্ছিল গরীব মানুষদের থেকে। তা জানাজানি হতেই চরম পদক্ষেপ সরকারের। রাতারাতি চাকরি হারালেন সরকারি কর্মী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) জগদৌরে। সোমবার এই অঞ্চলের একটি হেলথ সেন্টার পরিদর্শনে যান বিজেপি বিধায়ক প্রেম সাগর পটেল। দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে নানা বেআইনি কাজ চলছিল বলে খবর ছিল। তাই এ দিন বিনা নোটিশেই স্বাস্থ্যকেন্দ্রে হাজির হন বিধায়ক। সেখানে গিয়েইতিনি দেখেন নিয়ম ভেঙে ১ টাকার পরিবর্তে ২ টাকা নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিনামূল্যে সরকারি ওষুধ দেওয়ার পরিবর্তে বাইরের দোকান থেকে ওষুধ কিনে নেওয়ার কথা নির্দেশ দেওয়া হচ্ছে রোগীদের। এ ছাড়া নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের অনুপস্থিতি থেকে শুরু করে, রোগীদের পরিষবার গাফিলতির মতো একাধিক অভিযোগ তো রয়েছেই। এরপরই হাসপাতালে মেজাজ হারান বিধায়ক। ফার্মাস্টিটকে ডেকে একের পর এক প্রশ্ন করেন তিনি। বিজেপি বিধায়ক বলেন, "আপনাদের সাহস হয় কী করে গরীব মানুষদের থেকে ১ টাকার পরিবর্তে ২ টাকা নিতে? আমি গ্রামে বড় হয়েছি, দরিদ্রতা কী তা ভালই জানি। অসহায় মানুষগুলোর সঙ্গে কী অবিচার হচ্ছে তা আর আমায় বলার দরকার নেই। আমি সবটা জানি।" এরপরই দুর্নীতির সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে খবর।
স্বাস্থ্যকেন্দ্রে দুর্নীতির পাহাড়, বরখাস্ত স্বাস্থ্যকর্মী
उत्तर प्रदेश के महाराजगंज के सरकारी अस्पताल में #BJP विधायक प्रेम सागर पटेल जी को सुनिए..
"मैं वो विधायक नही हूं, अगर कलम रखा तो निपटना तय है.."
यहां फार्मासिस्ट द्वारा पर्ची के लिए 1 की जगह 2 रुपए ले रहा था.. pic.twitter.com/WxDJnwQPoV
— Akhilesh Tiwari (अखिलेश तिवारी) (@Akhilesh_tiwa) September 16, 2024