আগ্রা, ১৩ নভেম্বর: ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশে। এবার আগ্রার হোটেলে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হল এক মহিলাকে। রিপোর্টে প্রকাশ, আগ্রার হোটেলে জোর করে এক মহিলাকে নিয়ে যাওয়া হয় প্রথমে। এরপর ওই মহিলাকে মদ্যপান করিয়ে নির্মম অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। মদ্যপানে আপত্তি জানালে ওই মহিলাকে প্রথমে মারধর করা হয় এবং তাঁর উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পরপর নির্যাতিতা মহিলা থানায় যান এবং অভিযোগ দায়ের করেন। যার জেরে ৪ ব্যক্তির পাশাপাশি এক মহিলার বিরুদ্ধেও দায়ের করা হয় এফআইআর। এসবের পাশাপাশি ওই নির্যাতিতা মহিলাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, আগ্রার একটি হোটেলে কর্মরত নির্যাতিতা। ওই হোটেলেই তাঁকে জোর করে মদ্যপান করানোর পর গণধর্ষণ করা হয় খবর পুলিশ সূত্রে।