বারাণসীতে ধর্ষণের দায়ে অভিযুক্ত সাংসদ অতুল রাই-কে বেকসুর খালাস
Raped (representationla image)

বারাণসী, ৬ অগাস্ট: উত্তরপ্রদেশের বারাণসীর ঘোষী কেন্দ্রে বহুজন সমাজবাদী পার্টি-র সাংসদ অতুল রাইকে ধর্ষণ কাণ্ডে বেকসুর খালাস করল আদালত। বারণসীর বিধায়ক-সাংসদের জন্য বিশেষ আদালত অতুল রাইয়ের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ না মেলায়, তাঁকে বেকসুর খালাস করল। ধর্ষণের অভিযোগ আনা মহিলা গত বছর অগাস্টে আত্মহত্যা করেছিলেন। ২০১৯ সালের মে মাসে এক মহিলা বিএসপি সাংসদ অতুল রাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তারপরের মাসেই তাঁকে ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে তিনি জেলেই আছেন।

ধর্ষণের মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে অতুল রায়ের ভাই পুলিশের কাছে এফআইআর করেছিলেন। সেই মহিলার বিরুদ্ধে এরপর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ন্যায় বিচারের দাবিতে দিল্লিতে সুপ্রিম কোর্টের সামনে ধর্ণায় বসেছিলেন সেই মহিলা। আরও পড়ুন-প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রী-কে ধরে ফেলায় স্বামী খুন, দেহ টুকরো টুকরো কেটে সেপটিক ট্যাঙ্কে

দেখুন টুইট

গত বছর অগাস্টে সুপ্রিম কোর্টের সামনে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছিলেন সেই মহিলা। ২০১৯ লোকসভা ভোটে ঘোষী কেন্দ্র থেকে ১ লক্ষ ২২ হাজারের বেশি ভোটে জিতে প্রথমবার সাংসদ হয়েছিলেন অতুল রাই।