দিল্লি, ১১ অগাস্ট: এবার প্রকাশ্যে গুলি করে খুন করা হল বিজেপির কিষাণ মোর্চার এক নেতাকে। অর্জুন চৌধুরী নামে বিজেপির ওই নেতাকে উত্তরপ্রদেশের মোরাদাবাদে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ৩ দুষ্কৃতী বাইকে চেপে হাজির হয়ে অর্জুন চৌধুরী নামে বিজেপির ওই নেতার উপর প্রকাশ্যে গুলি চালায়। রিপোর্টে প্রকাশ, অর্জুন চৌধুরী যখন পার্কে হাঁটাহাটি করছিলেন বৃহস্পতিবার বিকেলে, সেই সময় বাইকে চেপে হাজির হয় ৩ দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই অর্জুন চৌধুরীকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুটে আসে। প্রকাশ্যে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপির ওই নেতা।
এরপর আশঙ্কাজনক অবস্থায় অর্জুন চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। গোটা ঘটনা বন্দি হয়ে যায় সিসিটিভি ক্যামেরায়। ফলে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।