Suicide (Representational Image) (Photo Credit: X)

লখনউ, ১৬ সেপ্টেম্বর: বিধায়কের বাড়িতে পরিচারিকার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাধোইতে। পরিচারিকার মৃত্যুর ঘটনায় বিপাকে সমাজবাদী পার্টির বিধায়ক (SP MLA) জাহিদ জামাল বেগ। রিপোর্টে প্রকাশ, জাহিদ জামাল বেগের বাড়ির কিশোরী পরিচারিকার উপর অত্যাচার চলত বলে অভিযোগ। জাহির জামাল বেগের পাশাপাশি বিধায়ক পুত্র জায়ম বেগকে পুলিশ আটক করেছে বলে খবর।

জানা যাচ্ছে, পরিচারিকার মৃত্যুর পর সমাজবাদী পার্টির বিধায়ক জাহিদ জামাল বেগ এবং তাঁর স্ত্রী সীমা বাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি দেন। গত শনিবার থেকে বিধায়ক এবং তাঁর স্ত্রীর কোনও খোঁজ মিলছিল  না বলে খবর। তখন থেকেই পুলিশের সন্দেহ দানা বাধতে শুরু করে। সেই সঙ্গে বিধায়ক এবং তাঁর স্ত্রীর খোঁজে শুরু হয় তল্লাশি। শেষে বিধায়ক এবং তাঁর স্ত্রীর খোঁজ চালিয়ে তাঁদের আটক করা হয়। কিশোরী পরিচারিকার উপর অত্যাচারের অভিযোগে সমাজবাদী পার্টির বিধায়ক এবং তাঁর স্ত্রীকে আটক করা হয় বলে খবর।

গত ৮ সেপ্টেম্বর সমাজবাদী পার্টির বিধায়ক জাহির জামাল বেগের বাড়ি থেকে পরিচারিকার মৃতদেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, বিধায়কের বাড়ির পরিচারিকা আত্মহত্যা করে। কিশোরী পরিচারিকার আত্মহত্যার পর থেকেই ওই বিধায়ক এবং তাঁর স্ত্রীর খোঁজ মিলছিল না। অবশেষে পুলিশ বিধায়ক, তাঁর স্ত্রী এবং পুত্রকে একযোগে আটক করে বলে খবর।