Wedding Representative Photo (Photo Credits: X)

দিল্লি, ৩ মার্চ: বিয়ের (Wedding) মঞ্চে হবু স্ত্রীকে কষিয়ে চড় বরের (Groom)। মনমত পণ না পেলায় কনেকে চড় মারেন পাত্র। যার জেরে বিয়ের মঞ্চেই শুরু হয়ে যায় জোর গণ্ডগোল। হবু স্ত্রীকে (Bride) কেন চড় মারলেন, তা নিয়ে বর এবং কনের পক্ষের মধ্যে প্রথমে গণ্ডগোল এবং পরে মারপিট শুরু হয়ে যায়। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেরিলিতে (Baerilly) এমনই একটি ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় বেরিলির রামপুরে।

রিপোর্টে প্রকাশ, শুক্রবার সুভাষ কুমার নামে বছর ২৯-এর এক যুবকের বিয়ে ঘিরে অনুষ্ঠান শুরু হয়। যেখানে সবকিছু ঠিকঠাকই চলছিল। মালা বদলের আগে সুভাষ কুমার হবু স্ত্রীকে জিজ্ঞেস করেন, 'গাড়ি কোথায়?' যার উত্তরে কনে বলেন, 'তোমাদের ১০ লক্ষ টাকা দেওয়া হয়ে গিয়েছে। আর কোনও গাড়ি নেই।' হবু স্ত্রীর উত্তর শুনে চোটে যান সুভাষ কুমার এবং তাঁকে কষিয়ে থাপ্পড় মারেন। যা দেখে প্রত্যেকে অবকা হয়ে যান।

এদিকে সুভাষ কুমার চড় মারতেই কনে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যান। এরপর কনে পক্ষের লোকজন বিয়ের মঞ্চে হাজির হয়ে সুভাষ কুমারের দিকে তেড়ে গেলে, পাত্র পক্ষও এগিয়ে যায় এবং দু তরফের মধ্যে গণ্ডগোল শুরু হয়ে যায়।

ঘটনার জেরে পরপর ৬ জন আহত হন, বর সমতে। কনে পক্ষের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সুভাষ কুমার এবং তাঁর বাবাকে আটক করে।

সুভাষ কুমারকে আটকের পর কনে বয়ানও রেকর্ড করে পুলিশ। ওই তরুণী জানান, গত ৬ মাস আগে তাঁদের বিয়ে ঠিক হয়। যেখানে সুভাষ কুমার নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন। বিয়ের আগে তাঁরা ফোনে কথা বলতেন। তবে যেভাবে সুভাষ কুমার তাঁকে সবার সামনে চড় মারেন এবং অপমান করেন, তাতে তাঁর পায়ে পড়লেও তিনি আর এই বিয়ে করবেন না বলে স্পষ্ট জানান।