দিল্লি, ১২ সেপ্টেম্বর: স্ত্রীর (Wife) মতের বিরুদ্ধে গিয়ে মাংস রান্না করেছিলেন স্বামী (Husband)। তার জেরে শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে দিলেন স্ত্রী? শুনতে অবাক লাগলেও, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলায় এমনই একটি ঘটনা ঘটে যায় বলে খবর আসে। আমরোহার বাসিন্দা রীনার স্বামী যখন মদ্যপ অবস্থায় বাড়িতে হাজির হন, সেই সময় তিনি রান্না ঘরে গিয়ে মুরগির মাংস রান্না করেন। তার জেরেই শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে দেন রীনা নামের ওই মহিলা। এমনই দাবি করা হয় মৃতের শ্বশুরবাড়ির তরফে।
তবে রীনার বাড়ির লোকের পালটা অভিযোগ, পণের জন্য তাঁদের বাড়ির মেয়েকে অত্যাচার করা হত। শ্বশুরবাড়ির অত্যাচারের জেরেই শেষ পর্যন্ত রীনার জীবন শেষ হয়ে গিয়েছে বলে অভিযোগ বাড়ির লোকের।
আরও পড়ুন: Karishma Sharma: মুম্বইতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন অভিনেত্রী করিশ্মা শর্মা
রীনার বাড়ির লোকের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। সেখানে উঠে আসে, রীনাকে হত্যা করা হয়েছে। তবে কী দিয়ে রীনাকে খুন করা হয়েছে, তা বুঝে উঠতে পারছিল না পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের হাতে একটি ওড়না আসে। যা থেকে পুলিশের অনুমান, রীনার স্বামী এবং শ্বশুরবাড়ির লোক মিলে তাঁকে হত্যা করেছে।
এরপরই পুলিশ রীনার স্বামী এং দেওরকে গ্রেফতার করে। রীনাকে খুন করে, তাঁর দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় বলে পুলিশের অনুমান।