ঝড়, বৃষ্টির (Rain) মাঝে ভয়াবহ ঘটনা ঘটে গেল। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যা হল, তা নিয়ে জোর তরজা শুরু হয়েছে বেরিলিতে (Bareilly)। রিপোর্ট প্রকাশ, এক নাগাড়ে ঝড়, বৃষ্টির জেরে নগর নিগমের তরফে গভীর একটি ড্রেন বা নর্দমার মুখ খুলে দেওয়া হয়। জল যাতে নর্দমায় বয়ে যেতে পারে, তার জন্যই নগর নিগম কর্তৃপক্ষ ওই কাজ করে। এরপরই গাছের নীচে শুয়ে থাকা এক সবজি বিক্রেতার জীবনে নেমে আসে অন্ধকার। গাছের নীচে শুয়ে থাকা সবজি বিক্রেতা (উত্তরপ্রদেশVegetable Vendor) সুনীল জানতেও পারেননি যে নগর নিগম কর্তৃপক্ষের ঠিক করা ঠিকেদার নর্দমার মুখ খুলে দিয়েছেন। ফলে হুড়হুড় করে জল, নোংরা সব বয়ে যায় সুনীলের শরীরের উপর দিয়ে। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় সুনীল নামে ওই ব্যক্তির। তিনি চিৎকার করেও বাঁচতে পারেননি। কারণে জলের স্রোতে, নোংরার পাহাড়ে তাঁর গলার শব্দ কারও কানে পৌঁছয়নি। ঘটনার পরপরই সুনীলের নিথর দেহ উদ্ধার করা হয়। যে নর্দমা পরিষ্কার যে ঠিকেদারের অধীনে ছিল, সেই নইমের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। কর্তৃপক্ষের তরফে তদন্ত শুরু করা হয়েছে।
দেখুন কোন ধরনের ভয়াবহ ঘটনা ঘটে গেল বেরিলিতে...
यूपी : बरेली में सब्जी बेचने वाले सुनील पेड़ की छांव में सो रहे थे। नगर निगम ने नाले से ट्रॉली भरकर सिल्ट निकाली और सुनील के ऊपर उलट दी। जब तक खोजबीन शुरू हुई, तब तक सुनील की मौत हो चुकी थी। सफाई ठेकेदार नईम पर FIR दर्ज हुई। pic.twitter.com/FfKvulKBV9
— Sachin Gupta (@SachinGuptaUP) May 23, 2025