দিল্লি, ১২ সেপ্টেম্বর: সেক্স চেঞ্জের (Sex Change) ফল কতটা মারাত্মক হয়ে গেল এই পড়ুয়ার জন্য, তা এই খবর থেকে বোধগম্য হবে আপনার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজ (Prayagraj) থেকে এমনই একটি খবর প্রকাশ্যে এল। যেখানে এক পড়ুয়া ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে নিজেকে আবিষ্কার করে। যা করতে গিয়ে ওই পড়ুয়া বুঝতে পারে, সে অন্যদের মত নয়। সে আদতে তো ছেলে কিন্তু পুরুষের কোনও অভিব্যক্তি বা পৌরুষ তার মধ্যে নেই। ফলে সে ছেলে থেকে মেয়ে হতে চায় বলে সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরপর নিজের হাতেই নিজের অস্ত্রোপচারের চেষ্টা করে ওই পড়ুয়া। যার ফল কী হল দেখুন।
জানা যায়, প্রয়াগরাজের ওই পড়ুয়া নিজেকে মেয়ে তৈরি করতে এক অদ্ভুদ কীর্তি করে বসে। ওই পড়ুয়া নিজের হাতে নিজের গোপনাঙ্গ কেটে ফেলে। প্রথমে অজ্ঞান হওয়ার ইনজেকশন নিজের শরীরে প্রবেশ করিয়ে দেয় সে। এরপর ওই ইনজেকশনের মাধ্যমে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসতে শুরু করলে ছুরি, কাঁচি দিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলে।
নিজের পুরুষাঙ্গ কাটার পর মেয়ে হওয়ার যে প্রচেষ্টা ওই পড়ুয়া শুরু করে, তার বিপরীত প্রভাব পড়তে শুরু করে। তার শরীর যেন জবাব দিয়ে দেয়। এরপর সারা শরীরে ব্যাথা, যন্ত্রণা অনুভব করলে, চিকিৎসকরে স্মরণাপন্ন হতে শুরু করে ওই পড়ুয়া।
হাসপাতালে গিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হলে, প্রত্য়েকে তার কীর্তি দেখে অবাক হয়ে যায়। এরপর হাসপাতালে ভর্তি করে ওই পড়ুয়ার চিকিৎসা শুরু হয়। ফলে ছেলে থেকে মেয়ে হওয়ার যে প্রচেষ্টা ওই পড়ুয়া শুরু করে, তা মাঝ পতেই থেমে যায় এবং চিকিৎসকদেরই দয়িত্ব নিতে হয়, তার সুস্থতার জন্য।
আরও পড়ুন: Sex Tips: উদ্দাম যৌন জীবন চান? 'সেক্স টিপস' দেখতে একদম ভুলবেন না
দেখুন প্রয়াগরাজে কী হল ওই পড়ুয়ার সঙ্গে...
उत्तर प्रदेश-
प्रयागराज में UPSC की तैयारी करने आए 17 साल के स्टूडेंट ने लड़की बनने के लिए अपना प्राइवेट पार्ट काट लिया। 14 साल की उम्र में जब वो लड़कियों संग डांस कर रहा था, तब उसे अहसास हुआ कि वो लड़का जरूर है, लेकिन बाकी लड़कों की तरह नहीं है।
गूगल–यूट्यूब पर सर्च किया कि…
— Sachin Gupta (@SachinGuptaUP) September 12, 2025