ভোজিপুরা (উত্তরপ্রদেশ): পুকুরে (Pond) স্নান করতে গিয়ে জলে ডুবে (Drown) মৃত্যু হল তিনটি শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারেলির ভোজিপুরা (Bhojipura) এলাকার মিলাক আলিগঞ্জ (Milak Aligang) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন চাষী ভোজিপুরা এলাকার মিলাক আলিগঞ্জ গ্রামের একটি কৃষিজমিতে কাজ করতে গিয়েছিলেন। দুপুরবেলায় খাবার পৌঁছে দিতে ওই জমিতে যায় তাঁদের তিন শিশু সন্তান। খাবার দেওয়া হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার পথে তারা একটি পুকুরে নেমে স্নান করছিল। সেসময়ই এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম আশিস (৮), সুমিত (৭) ও লাভ সাগর (৭)।
এপ্রসঙ্গে স্থানীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সন্তোষ বাহাদুর সিং জানান, ওই এলাকায় যাঁরা ছাগল চড়াচ্ছিলেন তাঁরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীদের খবর দেন। পরে ওই তিন শিশুকে উদ্ধার করে বারেলি অবস্থিত মে়ডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানকার চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।