দিল্লি, ৩ ফেব্রুয়ারি: পড়ুয়াদের (Student) প্রয়োজনীয় জিনিসপত্র সরবারহকরছে না স্কুল। যার জেরে একটি স্কুলকে অভিযোগের মুখে পড়তে হল। পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর ঋতুস্রাবের সমস্যা হলে, তাকে স্যানিটারি ন্যাপকিন (Sanitary Pad) সরবারহ করতে অস্বীকার করে স্কুল। যার জেরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেরিলির ওই স্কুল কর্তৃপক্ষকে দোষের মুখে পড়তে হয়। পরীক্ষা চলাকালী একাদশ শ্রেণির এক ছাত্রীর স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন হয়। কিন্তু স্কুল তা দিতে অস্বীকার করে। যে খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়।
এরপর বেরিলির ডিআইওএস অজিত কুমার সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে জারি করেন নেটিশ। একাদশ শ্রেণির ওই ছাত্রীর যখন ঋতুস্রাব হয়, তাকে প্রয়োজনীয় স্যনিটারি ন্যাপকিন দিতে অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ। প্রাথমিক পরিচ্ছন্নতা সম্পর্কে অজ্ঞ স্কুলের ওই ব্যবহারে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে একাদশের ছাত্রী।
সংশ্লিষ্ট ছাত্রীর পরিবারের অভিযোগ, ঋতুস্রাবের সময় মেয়েকে ক্লাসের বাইরে বের করে দেওয়া হয়। এক ঘণ্টার বেশি তাকে দাঁড় করিয়ে রাখা হয় ক্লাসের বাইরে। শুধু তাই নয়, ওই অবস্থায় সংশ্লিষ্ট ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। রক্তাক্ত পোশাক নিয়ে সংশ্লিষ্ট ছাত্রী স্কুল থেকে বাড়িতে ফেরে বলে অভিযোগ করা হয়।