Alcohol, Representational Image (Photo Credit: Pixabay)

আগ্রা, ১৩ ফেব্রুয়ারি: এক নাগাড়ে ৩ বোতল মদ (Alcohol) গলাধকরণের পর মত্যু হল এক ব্যক্তির। এমনই এক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায় (Agra)। বন্ধুর সঙ্গে বাজি ধরে এক ব্যক্তি এক নাগাড়ে নিমেষের মধ্যে পরপর ৩ বোতল মদ গলাধকরণ করেন। ওই ঘটনার পরপরই সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয় বলে খবর। রিপোর্টে প্রকাশ, আগ্রার তাজগঞ্জ থানা এলাকায় ওই ঘটনা ঘটে। যেখানে বন্ধুর সঙ্গে বাজি ধরে পরপর ৩ বোতল মদ খেয়ে নিতে দেখা যায় ওই ব্যক্তিকে।

আরও পড়ুন: Chhapra Hooch Tragedy: শরীরের শক্তি বাড়ালে বিষাক্ত মদ সহ্য করা যাবে! বলছেন বিহারের শিল্পমন্ত্রী

জানা যাচ্ছে, রবিবার বিকেলে তাজগঞ্জ থানা এলাকার সিলগ্রামে জয় নামে এক এক ব্যক্তি তাঁর দুই বন্ধু ভোলা এবং কেশবের সঙ্গে হাজির হন। ১০ মিনিটে ১০ বোতল মদ খেতে হবে বলে বাজি ধরেন তিন বন্ধু। মাত্র ১০ মিনিটের মধ্যে তিন বোতল মদ গলাধকরণর পরপরই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।