Representational Image

কানপুর, ৯ অগাস্ট:  এবার ধরা পড়ল একটি বড়সড় সেক্স র্যাকেট। কানপুরে এই যৌনতার ফাঁদের পর্দা ফাঁস করে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশে যৌন ফাঁদের পর্দা ফাঁস করে পুলিশ পরপর ৬ জনকে গ্রেফতার করে। উত্তরপ্রদেশ পুলিশের কথায়, মূল অভিযুক্ত ব্লুড নামে একটি সমকামী নকল ডেটিং অ্য়াপ চালাচ্ছিল। যে ডেটিং অ্যাপের মাধ্যমে কেউ যোগাযোগ করলে, তাঁদের প্রেমের জালে ফাঁসিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। ডেটের নাম করে এরপর ওই ব্যক্তিদের কোথাও নিয়ে গিয়ে তাঁদের যৌনতায় বাধ্য় করা হত।

এরপর সেই সেক্স ভিডিয়ো শ্যুট করে, তা ছড়িয়ে দেওয়া হত অন্তর্জালে। কোনও সময় ওই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেইলের কাজও চলত। সবকিছু মিলিয়ে বেশ কিছুদিন ধরেই এই র্যাকেট চলছিল। যার খবর পেতেই পুলিশ হানাদারি চালিয়ে পরর ৬ জনকে গ্রেফতার করে।